দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে মাঠে নামলো আইএনটিটিইউসি। এদিন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সহ সভাপতি রাকেশ শীলের নেতৃত্বে অভিনব প্রচার শুরু হয় বালুরঘাটে। শহরের পাবলিক বাসস্ট্যান্ড থেকে বেশকিছু সংখ্যক টোটো বের করা হয়। টোটোতে মাইকিং লাগিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরা হবে সাধারণ মানুষের কাছে। আগামী কিছুদিন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রচার করবে টোটোগুলি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। চেয়ারম্যান জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীদের সাধারণ মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে। জনসাধারণের কাছে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
Leave a Reply