নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নদীয়ার ফুলিয়ায় এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনের জনসভায় ফুলিয়া থেকে তৃণমূল সরকারের ব্যাপক সমালোচনা করেন শুভেন্দু অধিকারী।এদিন তিনি বলেন পঞ্চায়েত ভোট থেকেই তৃণমূলের পতন শুরু হবে। একইসঙ্গে বিজেপির হয়ে দাঁড়ানো ত্রিস্তর পঞ্চায়েতের প্রার্থীদের কিভাবে ভোটের দিন ও গণনার দিন লড়াই করতে হবে সে বিষয়েও সম্যক জ্ঞান প্রদান করেন বিরোধী দলনেতা। একইসঙ্গে লক্ষীর ভান্ডার বন্ধ হলে সরাসরি তার কাছে আসার জন্য বেনিফিশিয়ারিদের আহ্বান জানান তিনি। তৃণমূল গণনা কেন্দ্রে ফলস ব্যালট বক্স রাখতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিরোধী দলনেতা। ফুলিয়ার জনসভা থেকে২০১৮ সালে ভোটের দিন তৃণমূলের রিগিং এবং গণনা কেন্দ্র থেকে বিরোধী এজেন্টদের বের করে দেওয়ার ছবি দেখিয়ে দিন তিনি বলেন এবারে নির্বাচনে সেসব কিন্তু হবে না। একইসঙ্গে তিনি কিছু তথ্য তুলে ধরে আইপ্যাডের গোপন তথ্য ফাঁস করেছেন বলে ফুলিয়ার জনসভায় দাবি করেন শুভেন্দু অধিকারী।
Leave a Reply