মেটেলি পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গ করে সৌর বাতি লাগানোর অভিযোগ উঠল।

0
56

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- নির্বাচনী বিধি ভঙ্গ করে সৌর বাতি লাগানোর অভিযোগ উঠল মেটেলি পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। সোমবার মাল শহর লাগোয়া মেটিলি ব্লকের ক্ষুদিরাম পল্লী এলাকার ২১/৭১ নম্বর পার্টে এই অভিযোগ ওঠে । এলাকাটি মাল নদীর পাশেই রয়েছে। বিরোধী রাজনৈতিক মহলের অভিযোগ নির্বাচনী বিধি ভঙ্গ করে তিনটি সৌর বাতি লাগানো হয়েছে। অভিযোগ শাসক তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত ভোটকে প্রভাবিত করতে নির্বাচনী বিধি ভঙ্গ করে একটি বিশেষ এলাকায় সৌর বাতি লাগিয়েছে সোমবার। এলাকাবাসীদের দাবি ক্ষুদিরাম পল্লীর সমস্ত এলাকায় বাতির ব্যবস্থা করা হোক। এলাকার তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত আসনের প্রার্থী অমিত বণিক অভিযোগ অস্বীকার করে বলেন, কে বা কারা পথ বাতি লাগিয়েছে তার জানা নেই । এদিকে, অভিযোগ পেয়ে মেটিলি ব্লক প্রশাসনের এম সি সি ( মডেল কোড অফ কন্ডাক্ট) টীম সরেজমিনে এলাকা পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখেন। তারা সংবাদমাধ্যমে কোন মন্তব্য না করলেও নির্বাচনে বিধি ভঙ্গ হয়েছে বলে স্বীকার করে নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here