দক্ষিণ সাঁকরাইল সিপিআইএমের প্রার্থীদের ভোট প্রচার।

0
2029

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : দক্ষিণ সাঁকরাইল সিপিআইএমের পার্টি অফিসের সামনে থেকে মিছিল সহযোগে প্রার্থীদের নিয়ে এলাকায় ঘুরলেন বাম দল। ভোটের নির্ঘণ্ট হওয়া শুরু থেকে এখনো পর্যন্ত ১৪ জনের প্রাণ গিয়েছে ভোটের নিরিখে এমনই অভিযোগ বিরোধীদের। বিরোধীদের বিভিন্ন দাবি দাওয়া মধ্যে ভোটের সময় যেটা প্রধান দাবী ছিল নির্বাচন আধিকারিকের কাছে তা হল শান্তিপূর্ণভাবে ভোট করানো এবং প্রতিটি বুথে কেন্দ্র বাহিনী থাকা নিশ্চিত করা। প্রথমদিকে নির্বাচন আধিকারিক ২২ কোম্পানি কেন্দ্র বাহিনী চাইলেও পরে মাননীয় হাইকোর্টের বিচারপতির নির্দেশে ফলে মোট ৮২২ কোম্পানি বাহিনী চান কেন্দ্রের কাছে। অবশেষে ৮২২ কোম্পানি কেন্দ্র বাহিনী পেতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। বিচারপতি এও বলেন ৫০% রাজ্য পুলিশ এবং 50% কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে নির্বাচন আধিকারিক কে। প্রতিটা বুথে যেন অবশ্যই কেন্দ্র বাহিনী থাকে। বিচারপতি নির্দেশে খুশি বিরোধীরা। আগামী শনিবার ভোট আর হাতে মাত্র ১ দিন বাকি ভোট প্রচারের, সেই সুযোগকে কাজে লাগিয়ে সমস্ত রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছেন ভোট প্রচারে । সে দিক থেকে পিছিয়ে নেই সিপিআইএম দল। তেমনি দেখা গেল দক্ষিণ সাঁকরাইল এলাকায়। এই দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতে ২৭ টি আসন। তারমধ্যে ২০ থেকে ২২ টি পাবে সিপিআইএম এমনই জানালেন নেতৃত্ব । যদিও এই পঞ্চায়েতে সিপিআইএম কংগ্রেস কেউই জোট বেঁধে লড়ছেন না। এখন দেখার জোটবিহীন বাম দল নিজের শক্তি বলে তরুণ প্রজন্মের প্রার্থীদের দিয়ে তাদের হারিয়ে যাওয়া পঞ্চায়েতটি আবার ফিরে পান কিনা তা সময়ই বলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here