নন্দকুমার এ নির্দল কর্মী উপরে হামলার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে,অভিযোগ অস্বীকার।

0
212

নন্দকুমার, নিজস্ব সংবাদদাতা:- গত রবিবার নন্দকুমার থানার চুনাখালি গ্রামের ২৩৯ নাম্বার বুথে নির্দল প্রার্থী কে হুমকি এবং নির্দল সমর্থক কে মারধর এর অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে।সেই মর্মে থানায় সোমবার নন্দকুমার থানায় অভিযোগ দায়ের করা হয় বেশ কিছু জনের নামে।তার রেশ কাটেনি বোঝা যায় মঙ্গলবার রাতে চুনাখালি তে ফের দুই নির্দল কর্মীকে তৃণমূল কর্মীরা বাইরে থেকে প্রায় ১৫০-২০০ লোক এনে লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ নির্দল প্রার্থীর আহত দুজন নির্দল কর্মীকে নন্দকুমার হাসপাতালে চিকিৎসা করানো হয়।অপরদিকে তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।স্থানীয় তৃণমূল নেতৃত্ব দের দাবি তারা নয় বরং নির্দল রাই গুন্ডা বাহিনী নিয়ে এসে এলাকায় আতঙ্ক ছড়চ্ছে।মারধর করেছে,হুমকি দিচ্ছে,এবং মারধর এর ফলে তাদের এক কর্মী আহত অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্দল প্রার্থীর অভিযোগ এলাকার নির্দল পার্থির সমস্ত ফেস্টুন ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে দিয়েছে তৃণমুল কর্মীরা।তৃনমূলের আরও অভিযোগ তাদের ও ব্যানার ফেস্টুন পোষ্টার ছিঁড়ে ফেলে দিয়ে নির্দল সমর্থক রা এলাকায় উত্তেজনা ছড়চ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here