সবার হাতে কাজ, সবার পেটে ভাতের কথা বলার সঙ্গে সঙ্গেই পলাশ মন্ডল বাড়ি বাড়ি ভোট প্রচারে বলছেন পরিবেশ রক্ষার কথা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পলাশ মন্ডল। অযোধ‍্যা কালিদাসী বিদ‍্যানিকেতনের পার্শ্ব শিক্ষক। এবার পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছেন বামফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের হাসইল গ্রাম সংসদে। সবার হাতে কাজ, সবার পেটে ভাতের কথা বলার সঙ্গে সঙ্গেই পলাশ মন্ডল বাড়ি বাড়ি ভোট প্রচারে বলছেন পরিবেশ রক্ষার কথা।
যেখানে ভোটে পরিবেশের কথা প্রায় কেউই বলছে না, পরিবেশ খায় না মাথায় দেয় এসব নিয়ে কারও কোনও ভ্রুক্ষেপ নেই সেখানে এটা কি করে সম্ভব?
খোঁজ নিয়ে জানা গেল, বালুরঘাটের পাশেই অযোধ‍্যা কালিদাসী বিদ‍্যানিকেতনের বাংলার পার্শ্ব শিক্ষক পলাশ বাবু বিদ‍্যালয়ের বিভিন্ন পরিবেশ কেন্দ্রিক কর্মকান্ডে অনেক দিন থেকেই অংশ নেন। বিদ‍্যালয়ের ছাত্র – ছাত্রী দের দিয়ে সবুজ নাটকের চর্চাতেও তিনি সঙ্গী। পরিবেশ সচেতনতা অভিযানেও তাকে পাওয়া যায়। বিদ‍্যালয়ের আরেক শিক্ষক,পরিবেশ কর্মী তুহিন শুভ্র মন্ডল বলেন ‘ প্রথম পাঁচ বছর অন‍্যত্র শিক্ষকতা করে এই বিদ‍্যালয়ে 2006 সালে আসি।তারপর থেকেই ছাত্র – ছাত্রীদের সবুজ রক্ষায় উদ্বুদ্ধ করতে নিয়মিত নানান ধরণের উদ‍্যোগ নিয়ে থাকি। পলাশকে প্রথম দিন থেকেই পেয়েছি। ‘
কি কি বলছেন তিনি বাড়ি বাড়ি গিয়ে? বাড়ির পাশের পুকুর,খাল বিল সংস্কার, রাস্তার ধারে গাছ লাগানো, রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব‍্যবহার, ক্ষতিকর প্লাস্টিক ব‍্যবহার না করা, পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে হাসইলকে গড়ে তোলা ইত‍্যাদি তিনি নিয়ম করে বলছেন।
হাসইল গ্রামের বাসিন্দা অমূল‍্য দেবনাথ, সুনীল দেবনাথ, নিধুবালা দেবনাথ দের ভালই লাগছে এই নতুন প্রচার। তাদের কথাই ‘ কেউই কোনওদিন এমন বলে নি। এগুলো করতে পারলে তো ভালই।’
কি বলছেন প্রার্থী পলাশ মন্ডল?তার কথায় ‘ বিদ‍্যালয়ে এই কাজে নিয়মিত অংশগ্রহণ করে থাকি। এছাড়া পরিবেশ প্রেমী সংস্থা দিশারী সংকল্প এবং সবুজ মঞ্চের ইস্তাহারও পেয়েছি। ভোটে জিতলে এগুলোই আমার অগ্রাধিকার।কারণ পরিবেশ না ভাল থাকলে আমরা কেউই ভাল থাকবো না ‘
ভোটের ফলাফল কি হবে সেটা পরে জানা গেলেও পলাশের মতো এভাবেই যদি প্রতিটি প্রার্থী পরিবেশের কথা বলেন তাহলে পরিবেশের বিষয় যে প্রথম সারিতে আসবে তা বলাই বাহুল‍্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *