নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বুথ কেন্দ্রে মোতায়ন ছিল কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকে উত্তপ্ত ছিল এলাকা। বুথ দখলেতে ও কেন্দ্রীয় বাইনকে হঠাতে শুরু হয় এলোপাথাড়ি বোমা বিস্ফোরণ। প্রায় কুড়িটির মত বোমা ছোড়া হয় বলে সূত্রে জানা যায়। পাল্টা গুলি কেন্দ্র বাহিনীর।নির্বাচনে এই প্রথম কেন্দ্র বাহিনী নিজের আত্মরক্ষার জন্য পাঁচ রাউন্ড শূন্যে গুলি চালায় বলে জানা যায়। নদিয়ার চাপড়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রর ঘটনা। অভিযোগ বুথ লক্ষ্য করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছোড়ে।আনুমানিক প্রায় ২০ টিরও বেশি বোমা ছোরা হয় কেন্দ্র বাহিনীকে লক্ষ করে। তখন আত্মরক্ষার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী শুনলে গুলি চালায় বলে সূত্রে যাওয়া যায়।
Leave a Reply