শাসকদলের বিরুদ্ধে ভেদুয়াড়া বুথে সাধারণ ভোটার সহ বিরোধীদের মারধরের অভিযোগ।

0
199

নিজস্ব সংবাদদাতা বাঁকুড়া:- খাতড়ার ভেদুয়াড়া বুথে সাধারণ ভোটার সহ বিরোধীদের মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। ফলে প্রায় এক ঘন্টা বন্ধ হয়ে যায়। খাতড়া থেকে পুলিশ বাহিনী গিয়ে ফের ভোট গ্রহণ চালু হয়। প্রথমে বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল না বর্তমানে চারজন কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। ওই বুথের সাধারণ ভোটারদের অভিযোগ, তারা ভোট দেবার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন হঠাৎ তৃণমূল কংগ্রেসের কিছু যুবক তাদের ওপরে চড়াও হয়ে মারধর শুরু করে এবং ভোট হয়ে গেছে বলে ভোটকেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলে। পরে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তৃণমূল কংগ্রেসের লোকেরা ভোটারদের লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে পাঠায়। আহতদের খাতড়া মহকুমা হাসপাতালের চিকিৎসা চলছে। ‌
তবে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here