২০০ পিস তাজা বোমা উদ্ধার বীরভূমের দুবরাজপুরে।

0
511

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- পঞ্চায়েত ভোটের আগের দিনে ফের বোমা উদ্ধার বীরভূমে । আজ সকালে দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের ধ্ব-গ্রামের মাঠের একটি ঝোপে দুটি জ্যারিকেন দেখতে পাওয়া যায়। সেই দুটি জ্যারিকেনে ২০০ পিস মজুত বোমা দেখে স্থানীয় মানুষ খবর দেয় দুবরাজপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। ইতিমধ্যেই সেই এলাকা ঘিরে ফেলা হয়েছে পুলিশ দিয়ে। পুলিশের প্রাথমিক অনুমান প্রায় ২০০ টি বোমা রয়েছে এখানে। খবর দেওয়া হয় সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াডের টিমকে। তাঁরা এসে বোমাগুলি নিস্ক্রিয় করে। তবে পঞ্চায়েত ভোটের আগে কেন এই বিপুল পরিমাণ বোমা রাখা হয়েছিল। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। বোমা উদ্ধার প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, নির্বাচনের সময় দীর্ঘদিন ধরে প্রশাসন চেষ্টা করছে যে এলাকা সন্ত্রাস মুক্ত রাখতে এবং বোমা, গুলি উদ্ধারও করছে। আমরা চাই পুলিশ সমস্ত এলাকা সন্ত্রাস মুক্ত করুক এবং এই সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার করুক। ঝাড়খণ্ড থেকে বহু লোক এসেছে তাঁরাই এই বোমা নিয়ে আসছে। অন্যদিকে দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা জানান, তৃণমূল কংগ্রেস এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস করব করে প্রথম থেকেই বোম, বারুদ যেভাবে মজুত করেছে এটা তারই উদাহরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here