তৃণমূল নেতা চঞ্চল খাঁড়াকে বিজেপি আশ্রিত দুষ্কৃতী দ্বারা আক্রমণ।

0
136

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল কুমার খাঁড়ার ওপর বিজেপি আশ্রিত দুষ্কৃতী দ্বারা বর্বরোচিত নৃশংস আক্রমণের প্রতিবাদে তমলুক সহ তৃণমূল কংগ্রেস কমিটির ধিক্কার মিছিল তমলুক শহর জুড়ে। তৃণমূলের অভিযোগ তমলুক ব্লকের নাইকুড়ি হাই স্কুলে ভোট গণনা কেন্দ্র বা স্ট্রং রুমে করা হয়ে ছিল গতকাল বিকেল নাগাদ তমলুক শহরের তৃণমূল নেতা যিনি তমলুক ব্লকের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক হিসাবেই ওখানে যায়। সেখানেই তাকে ব্যালড বাক্স লোপাটের সন্দেহে গ্রামবাসী ও বিজেপি কর্মী সমর্থকরা বেধড়ক মারধর করে এর ফলে তিনি গুরুতর আহত হয় বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্র বাহিনী গিয়ে ভিক্ষুক কারীদের কে হাঁটিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে তমলুকের জেলা হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য তিনি এই মুহূর্তে তমলুকের জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাকে দেখতে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ ও বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন কুমার মহাপাত্র আসেন চিকিৎসার তমলুকের জেলা হাসপাতালে। কার্যত এরপর তমলুক শহর জুড়ে তমলুক সহ তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে তৃণমূল নেতা চঞ্চল কুমার খাঁড়াকে নৃশংস আক্রমণের প্রতিবাদ ধিক্কার মিছিল করে তমলুক শহর জুড়ে। সেই মিছিলেই তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিনিও তাঁদের সাথে সামিল হয় এবং তমলুকের হাসপাতাল মোড়ে রাস্তায় বসেই বিক্ষোভ দেখান। এদিন তিনি তমলুকের আই সিকে ২৪ ঘন্টা সময় দিয়ে বলেন চঞ্চল খাঁড়ার উপর আক্রমণ কারীদের গ্রেফতার করতে হবে অবিলম্বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here