দক্সিন দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলায় পাল্লা ভারী শাসক দলের। প্রথম রাউন্ড গণনা শেষে উঠে এসেছে এমন চিত্রই। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গণনা চলছে বালুরঘাট কলেজ সহ জেলার আটটি ব্লকেই। প্রশাসন সূত্রের খবর, ইতিমধ্যে জেলায় ৪৪টি আসনে জয়ী হয়েছে শাসক দলের প্রার্থীরা। পাশাপাশি ১৮৭টি আসনে এগিয়ে তৃণমূল। যেখানে দাঁড়িয়ে এক রাউন্ড শেষে মাত্র ১৩টি আসনে জয়ী হয়েছে বিজেপি। ৭২টি সিটে এগিয়ে রয়েছে গেরুয়া শিবিরের প্রার্থীরা। সিপিআইএম একটি আসনে জয়ী এবং ২৬টি আসনে এগিয়ে রয়েছে। আরএসপি দল ৩টি আসনে জিতে ১৫টিতে এগিয়ে রয়েছে। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার ৬৫টি পঞ্চায়েতই দখল করবে বলে আশা প্রকাশ করেন জেলা তৃণমূল সহ সভাপতি সুভাষ চাকী।
***