তারা ভাটপাড় গ্রাম পঞ্চায়েত দখলে এগিয়ে থাকলেও বিজেপি প্রার্থীদের স্বপক্ষে ভোটের ব্যালট বাতিল করে বিজেপি প্রার্থীদের হারানো হয়েছে, জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানালেন সুকান্ত মজুমদার।

0
127

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানালেন সুকান্ত মজুমদার। উল্লেখ মঙ্গলবার ভোটগণনা চলাকালীন ২২ আসন বিশিষ্ট ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। বিজেপির প্রার্থীদের বক্তব্য তারা ভাটপাড় গ্রাম পঞ্চায়েত দখলে এগিয়ে থাকলেও বিজেপি প্রার্থীদের স্বপক্ষে ভোটের ব্যালট বাতিল করে বিজেপি প্রার্থীদের হারানো হয়েছে৷ শুধু তাই নয় বিজেপি প্রার্থীরা পুনগণনা চাইলেও নাকি পুনগণনা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এই অভিযোগ তুলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-এর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা নির্বাচনী আধিকারিক বিজিন কৃষ্ণা-র সাথে দেখা করে অভিযোগ জানান। এদিন সুকান্ত মজুমদার-এর সাথে ছিলেন তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু। সুকান্ত মজুমদার বিজিন কৃষ্ণা-কে বলেন ব্যালট যদি বাতিল করতে হয় তাহলে একটি নিয়ম থাকবে, কিন্তু কোন জায়গায় নিয়ম মানা হচ্ছে না, আমাদের প্রার্থীরা যখন পুননির্বাচন চাইছে তখন তা দেওয়া হচ্ছে না। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রাথমিকভাবে জানা গেছে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিক বিজিন কৃষ্ণা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here