এককভাবে ৩৩ টি আসন পেয়ে জেলা পরিষদ দখল করল তৃণমূল কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- কার্যত বিরোধীদের ধুলিস্যাৎ করে জেলা জুড়ে ঘাসফুলের দাপট।
জেলা পরিষদের এককভাবে সর্বাধিক আসনে এই প্রথম জয় পেল তৃণমূল কংগ্রেস। গত ২০১৮ সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এককভাবে ২৯টি আসন পেয়ে তৃণমূল জেলা পরিষদ দখল করেছিল। এবারে ৪৩ আসনের জেলা পরিষদ এই প্রথম এককভাবে ৩৩ টি আসন পেয়ে জেলা পরিষদ দখল করল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে দ্বিতীয় স্থানে কংগ্রেস পেয়েছে ছয় আসন এবং তৃতীয় স্থানে চার আসন পেয়েছে ভারতীয় জনতা পার্টি। জেলা পরিষদে বামফ্রন্ট কোন খাতায় খুলতে পারেনি।
অন্যদিকে জেলার ১৫টি পঞ্চায়েত সমিতির মধ্যে তৃণমূল কংগ্রেস একাই পেয়েছে ১০টি পঞ্চায়েত সমিতি, বিজেপি মাত্র একটা পঞ্চায়েত সমিতি পেয়ে কোনরকম খাতা খুলতে পেরেছে। যদিও ৪টি পঞ্চায়েত সমিতি ত্রিশঙ্কু হয়ে রয়েছে।
জেলায় গ্রাম পঞ্চায়েতের সংখ্যা রয়েছে ১৪৬ টি। তৃণমূল কংগ্রেস একাই ৬৩ টি গ্রাম পঞ্চায়েতে ঘাসফুল ফুটিয়েছে। কংগ্রেস পেয়েছে ১৭টি গ্রাম পঞ্চায়েত, বিজেপি পেয়েছে ১৫ টি গ্রাম পঞ্চায়েত এবং ৫১ টি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়ে রয়েছে।
ত্রিশঙ্কু ৪টি পঞ্চায়েত সমিতি এবং ৫১ টি গ্রাম পঞ্চায়েত কার দখলে যাবে এটাই এখন দেখার বিষয়। যদিও তৃণমূলের দাবি অধিকাংশ ত্রিশঙ্কু আসন শাসকদলেরই দখলে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *