নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- মঙ্গলবার সকাল সাতটা থেকে বুধবার
সকাল সাড়ে আটটা, বিধ্বস্থ চেহারা নিয়ে জলপাইগুড়ি সদর ব্লকের গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন বিডিও তথা রিটার্নিং অফিসার।
বৃষ্টি ভেজা ফাঁকা গণনা কেন্দ্রের বসে রইলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
এভাবেই সমাপ্ত হলো জলপাইগুড়ি সদর ব্লকের পঞ্চায়েত ভোট গণনা।
এবারেও জলপাইগুড়ি জেলা পরিষদ নিজেদের দখলে রেখেছে তৃনমূল কংগ্রেস, তবে উঠে এসেছে নতুন প্রজন্মের নতুন মুখ, যার মধ্যে অন্যতম সদর ব্লকের জেলা পরিষদ আসনে জয়ী প্রনয়ীতা দাস, যিনি এবারেরই প্রথম অবতীর্ণ হয়েছিলেন রাজনৈতীক ময়দানে, এর সঙ্গে রয়েছে ডুয়ার্স বলয়ে দীর্ঘ দিন ধরে রাজনীতি করে আশা এবং বর্তমানে তৃনমূল কংগ্রেস দলের জেলা সভানেত্রী মহুয়া গোপ।
জেলা পরিষদের ২৪ টি আসনেই জয়ী হয়েছে তৃনমূল কংগ্রেস দলের প্রার্থীরা।
এরই সঙ্গে জলপাইগুড়ি জেলার নয়টি পঞ্চায়েত সমিতির ও দখল নিজের হাতে রাখতে পেরেছে তৃনমূল কংগ্রেস দল। এর পাশাপাশি জেলার ৮০ টি গ্রাম পঞ্চায়েত এর মধ্যে এখন পর্যন্ত তৃনমূল ৬৮ টিতে জয়ী হয়েছে তৃনমূল ।
সব মিলিয়ে জেলায় সবুজ ঝড়ে অনেক ফিকে হয়েছে গেরুয়া থেকে লালের ছটা।