নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ কেন্দ্রীয় সরকারের আনা ‘ইউনিফর্ম সিভিল কোড (ইউ.সি.সি) বাতিলের দাবি জানিয়ে এবার পথে নামলো আদিবাসী সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’ ও আদিবাসী একতা মঞ্চের সদস্যরা। বৃহস্পতিবার ঐ সংগঠনের সদস্যরা খাতড়া শহরে মিছিল করে মহকুমাশাসকের দপ্তর ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচীতে সামিল হন।
বিক্ষোভকারী আদিবাসী সংগঠন গুলির তরফে ইউনিফর্ম সিভিল কোড বা ইউ.সি.সি -আইনকে আদিবাসী সমাজের মানুষের স্বার্থে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। ঐ দুই সংগঠনের তরফে বলা হয়েছে, এই আইন দেশে বলবৎ হলে আদিবাসী সমাজের নিজস্ব সংস্কৃতির উপর বড় ধরণের আঘাত নেমে আসবে। একই সঙ্গে দেশের সংবিধান স্বীকৃত ভূমিপুত্রদের 'রক্ষাকবচে'র উপর আঘাত নেমে আসবে। একই সঙ্গে আদিবাসীদের 'রিজার্ভেশানে'র ক্ষেত্রেও বড় ধরণের সমস্যা তৈরী হবে। আর তাই লোকসভায় বিল পেশের আগেই তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। অবিলম্বে কেন্দ্রীয় সরকার এই দাবির বিষয়ে সদর্থক ভূমিকা পালন না করলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেই জানিয়েছেন।