বন্ধুত্বই ধীরে ধীরে গড়ায় প্রেমের সম্পর্কে, দুই কয়েদির সেই প্রেম পরিণতি পেল বৈবাহিক সম্পর্কে।

0
214

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ- দুজনেই অপরাধ সঙ্গে যুক্ত থাকার কারণে সংশোধনাগারে বন্দি রয়েছেন বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে।
আর সেখান থেকেই দুজনের পরিচয় আর তারপর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই ধীরে ধীরে গড়ায় প্রেমের সম্পর্কে।

দুই পরিবারকে রাজি করিয়ে পাঁচ দিনের প্যারোলে মুক্তি নিয়ে মন্তেশ্বর এর কুসুম গ্রামে মুসলিম রীতি মেনে রেজিস্ট্রি ম্যারেজের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জেলবন্দি ২ আসামী।
শ্রীঘরেই শুরু হয় প্রেম। আর দুই কয়েদির সেই প্রেমই পরিণতি পেল বৈবাহিক সম্পর্ক। না, এটা কোনও চলচ্চিত্রের চিত্রনাট্য নয়। বাস্তবেই এটা রিয়েল লাইফের এক রিয়েল কাহিনি। বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে থাকা অন্য বন্দি ও কারাগার রক্ষীদের কেউই বন্দি আবদুল হাসিম ও শাহানারা খাতুনের প্রেমে বাধা হয়ে ওঠেননি।
মানবাধিকার সংগঠন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বুধবার দায়িত্ব নিয়ে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের কুসুমগ্রামে হাসিম ও শাহানারার চার হাত এক করাল।
বন্দি আবদুল হাসিমের বাড়ি অসমের দোরাং জেলার দলগাঁও থানা এলাকার রঙ্গনগারোপাথার গ্রামে। আর তার প্রেমিকা শাহানারা খাতুন বীরভূম জেলার নানুর থানার উচকারণ-বালিগড়ির বাসিন্দা। মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের কথা অনুযায়ী, ধর্ষণের মামলায় হাসিম ৮ বছর ও খুনের মামলায় শাহানারা ৬ বছর ধরে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি। সেখানেই হাসিমের সঙ্গে পরিচয় হয় শাহানারার। পরিচয় গড়ায় প্রেমে। আর এদিন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হল। দম্পতি পরিচয় পেয়ে খুশি দু’জনেই। তবে মুক্তি না-মেলা পর্যন্ত শ্রীঘরবাসী হয়েই থাকতে হবে নবদম্পতিকে।
হাসিম ও শাহানারা জানায়, বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দিদশাতেই তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চায়। তাতে তাদের দু’জনের পরিবারের কেউই আপত্তি করেনি। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তারা মানবাধিকার সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছিল। হাসিমের বাবা আবদুস সাত্তার নিজে তার বন্দি মেয়ের ইচ্ছার কথা মানবাধিকার সংগঠনকে জানান। এ বিষয়ে অনুমতি দেওয়ার জন্য তিনি গত ১৬ জুন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির দ্বারস্থ হন।
আবেদন মঞ্জুর হতেই শুরু হয় আবদুল হাসিম ও শাহানারা খাতুনের চার হাত এক করার প্রক্রিয়া। এদিন মন্তেশ্বরের কুসুমগ্রামে আইনিভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here