বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়া এবং জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তার বিরুদ্ধে পোস্টার পরল।

0
155

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ১১ ই জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনার পর বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস. তারপরে খানিকটা কোন ঠাসা হয়ে পড়েছে বিরোধীরা. রাজ্যে বিজেপি বিরোধী হিসেবে দ্বিতীয় স্থানে থাকলেও পূর্ব বর্ধমান জেলাতে সেরকম কোনো ম্যাজিক দেখতে পাওয়া যায়নি. তারপরে আজ সকাল বেলা বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়া এবং জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তার বিরুদ্ধে পোস্টার পরে. যে পোস্টারে লেখা আছে ভারত মাতা কি জয়, এস এস আনুআলিয়া ও অভিজিৎ তা জুটি হাঁটাও বর্ধমান জেলা পূর্ব বিজেপি বাঁচাও। এই বিষয়ে বিজেপির নেতৃত্বের কাছ থেকে কোনরকম মতামত পাওয়া যায়নি।
অন্যদিকে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, বর্ধমান শহর জুড়ে বিজেপি সাংসদ এবং জেলা সভাপতি বিরুদ্ধে যে পোস্টার পড়েছে তা নিচু তলার কর্মীদের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। প্রথম থেকেই বিজেপির নিচু তলার কর্মীরা বলে আসছিল যে তাদের জেলা সংগঠন সঠিক নেই। তারপর পঞ্চায়েত নির্বাচনে রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করতে পারলেও পূর্ব বর্ধমান জেলাতে তৃতীয় স্থানে বিজেপি। তাই নিচু তলার কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ এটা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here