ইন্দাস, আব্দুল হাই:- বিলুপ্তপ্রায় কালিম পাখির দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাসে। অনেকের ধারণা এটা অতিথি পাখি। কিন্তু তা না। এই কালিম পাখি আমাদের দেশীয় জলচর পাখি। এই পাখি দেখতে খুবই সুন্দর তাই অনেকই বাড়িতে পোষে । কালিম পাখির ঠোঁট ও পা লালচে আর বাকি গোটা শরীর নীলচে বেগুনী।এই পাখির বৈশিষ্ট্য হলো একে পোষ মানালে আর উড়ে পালায় না।কালিম পাখি জীবনকে বাজি রেখে সাপ,বিড়াল, কুকুর সহ অন্যান্য পশুদের বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে দেয় না।তাই এদের দাপুটে লড়াকু পাখি বলা হয়। পাখিটি কে দেখার জন্য আশেপাশের লোকজন ছুটে আসেন। সাথে সাথে বন বিভাগে খবর দেওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা পৌঁছে পাখিটি উদ্ধার করেন। পাখিটি সুস্থ হলেই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।