হারা প্রার্থীকে জেতাতে বিডিওকে চাপ, শুরু হয়েছে রাজনৈতিকচর্যা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- হারা প্রার্থীকে জেতাতে বিডিওকে চাপ, বালুরঘাটের ভিডিও অনুজ শিকদারের এমন একটি whatsapp পোস্ট বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করায় দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চাঞ্চল্য।

সুকান্ত মজুমদারের টুইট এর দাবি অনুযায়ী, বালুরঘাটের পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী স্নেহলতা হেমরম হেরে যাওয়ায় পরদিন বিডিওকে রিংকাউন্টিং করার চাপ দেন জেলা আইএনটিটিইউসি সহ সভাপতি রাকেশ শীল। বিষয়টি প্রশাসনিক স্তরে whatsapp করেন বালুরঘাটের ভিডিও বলে জানা গিয়েছে। সেই পোস্টটি টুইট করেন সুকান্ত মজুমদার।

বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, প্রশাসনকে কাজে লাগিয়ে এই ভাবেই বিজেপির জয়ী প্রার্থীদের হারানো হয়েছে।

যদিও রাকেশ শীল নামে যার নামে অভিযোগ করা হয়েছে তিনি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *