তৃণমূল কংগ্রেসের যোগ বিধায়ক সোমেন রায়ের হাত ধরে।

0
1996

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-তৃণমূল এ যোগ দিলে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এর পদ পাবেন তৃণমূলের তরফে এমন প্রতিশ্রুতি পেয়ে এবার ভোট পর্ব শেষ হতে না হতে কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের বড়াল বুথের এক নির্দল এর জয়ী সদস্যা সারদী দেব শর্মা আজ কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন।। যোগ দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি বলেন তিনি বিজেপি করতেন কিন্তু বিজেপি তাকে এবার গ্রাম পঞ্চায়েতে টিকিট দেয়নি তাই তিনি এবার নির্দল প্রার্থী হয়েছিলেন। আর নির্দল প্রার্থী হয়ে ভোটের ময়দানে সব রাজনৈতিক দলকে হারিয়ে তিনি জয়লাভ করেছেন। জেতার পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয় তিনি যদি তাদের দলে যোগ দেন তাহলে মুস্তফা নগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান করা হবে। এমন প্রতিশ্রুতি পেয়ে তিনি আজ তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন বিধায়ক সোমেন রায়ের হাত ধরে। অন্যদিকে বিধায়ক সৌমেন রায় বলেন এবার কালিয়াগঞ্জে বেশ কিছু জায়গায় বিজেপি টাকার বিনিময়ে দলীয় টিকিট বন্টন করেছে। সেই সূত্র ধরে এই নির্দল প্রার্থী যিনি বিজেপি করতেন তিনি এবার টিকিট পাননি। তার ওখানে বিজেপি টিকিট বন্টন করেছে টাকার বিনিময়ে এমনটাই অভিযোগ বিধায়ক সৌমেন রায় এর। যিনি আজকের তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন তিনি নির্দলের লড়াই করে জয়লাভ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নের সামিল হতে তিনি আজ তৃণমূল কংগ্রেসের যোগ দেন।
যদিও যিনি নির্দল থেকে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন তিনি অবশ্য বলছেন বিজেপির কেউ তার কাছে কোন টাকা পয়সা চাইনি প্রার্থী করার জন্য। বিজেপি থেকে প্রথমে তাকে টিকিট দেওয়ার কথা বলা হলেও পরবর্তীতে দেওয়া হল না তাকে। তাই তিনি নির্দলেএবার দাঁড়িয়ে ছিলেন। এবং জিতেও গিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here