কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: দলের জয়ী পঞ্চায়েত সদস্যদের ওপর আস্থা রাখতে না পেরে এবার তাঁদের জয়ের শংসাপত্র ব্লক সভাপতিদের কাছে জমা দেওয়ার নির্দেশ দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। ২১ জুলাই নিয়ে এক প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে দিনহাটায় এমনটাই বললেন উদয়ন। তিনি বলেন, ‘যাঁরা জয়ের শংসাপত্র পেয়ে গিয়েছেন তাঁরা তা ব্লক নেতাদের কাছে আজই জমা করুন।’
এর পাশাপাশি ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘দলবিরোধী কাজ করবেন, আর নেতার বাড়িতে গিয়ে ইলিশ মাছ নিয়ে গিয়ে তা মেরামতের চেষ্টা করবেন। এমনটা বরদাস্ত করা হবে না। ঐক্যবদ্ধভাবে চলুন। যে প্রধান হবে সবার সঙ্গে আলোচনা করে যোগ্য ব্যক্তিকে প্রধান নির্বাচন করা হবে। প্রধান নির্বাচনের ক্ষেত্রে দলের ওপর চাপ সৃষ্টি করবেন না। বেশ কিছু অঞ্চল সভাপতি গোষ্ঠীকোন্দল করার চেষ্টা করছেন। সেগুলো বন্ধ করুন।
এদিন ওই সভায় মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দীপক ভট্টাচার্য, সহ-সভাপতি আব্দুল সাত্তার, দিনহাটা ১ নং ব্লকের সভাপতি অনন্ত বর্মন,দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর, যুব তৃণমূলের ১ নং ব্লক সভাপতি বাপি হোসেন সহ আরো অনেকে।