ডোনেশন চেয়েছিল, তা দিতে না পারায় মাদ্রাসায় ঢুকতে দিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ।

0
269

কোচবিহার: মোটা অংকের ডোনেশন চেয়েছিল। তা দিতে না পারায় মাদ্রাসায় ঢুকতে দিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। এদিন কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন মাথাভাঙ্গা দুই নং ব্লকের ধলোগুড়ি মহম্মদ সনদ আলী মিয়া জুনিয়র হাই মাদ্রাসার সহকর্মী শিক্ষক আবুল কালাম।

শিক্ষক আবুল কালাম অভিযোগ করে বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ আমার কাছে মোটা অংকের ডোনেশন দাবি করেছে। চাহিদা মত টাকা দিতে না পারায় হুমকি দেয় তারা। কিছুদিন আগে স্কুলে ঢুকতে গেলে তাকে বাধা দেয় প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। নিরুপায় হয়ে সম্প্রতি উচ্চ শিক্ষা দপ্তর ও জেলা সংখ্যালঘু শিক্ষা দপ্তরে বিস্তারিত লিখিত নালিশ জানিয়েছেন তিনি। তাতে কাজ না হওয়ায় আজ তিনি ফের সাংবাদিক বৈঠক করে অভিযোগ জানান।

এদিন এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক শাহানুর আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, উনি দীর্ঘদিন ধরে মাদ্রাসায় আসছেন না,ফোন করলে ফোনও ধরেন না,এতে পড়ুয়াদের সমস্যা হচ্ছে। কাজের যোগ দেওয়ার জন্য বারবার বলা হলেও তিনি মাস তিনেক পর কাজে যোগ দেওয়ার আবেদন করেন। তিনি আমাদের নামে ভুলভাল রটিয়ে বেড়াচ্ছেন। তিনি যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here