দুশ্চিন্তা পিছু ছাড়ছে না কেশাপাট অঞ্চল এবং মাইসোরা অঞ্চলের BJP প্রার্থীদের।

0
194

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত ভোট শেষ হলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না বিজেপি প্রার্থীদের। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের কেশাপাট অঞ্চল এবং মাইসোরা অঞ্চলে জয়লাভ করে বিজেপি। আর তার পরেই এবার গুরুতর অভিযোগ পঞ্চায়েতের জয়ী প্রার্থীদের। ভোট গণনা শেষ হতেই তৃণমূলের কাছ থেকে আসছে দলে যোগদান করলেই মিলবে লক্ষ টাকা। আর তার মধ্যস্থতা করছেন তারই বিজেপি দলের জেলা সভাপতি তপন ব্যানার্জি, জেলা কোষাধ্যক্ষ জগদীশ প্রামাণিক ও জেলা নেতৃত্বরা। এমনই গুরুতর অভিযোগ করেন বিজেপি জয়ী প্রার্থীরা। এমনকি তৃনমূলে যোগদান করলে মিলবে প্রধান ও উপ প্রধানের সীট। তাই বাধ্য হয়ে তারা নিজেদের দল বাঁচাতে ও অঞ্চল গড়ার লক্ষ্যে বাড়ি ছেড়ে ভীন রাজ্যে ঠাঁই নিয়েছেন। কারন তারা মনে করছেন বাড়ি গেলেই তাদের ওপর জোর দিয়ে তৃনমূল জোগদান করানো হবে। এবং তৃনমূল অঞ্চল গঠন করবে। তাই দুই অঞ্চলের মোট ২২ জন জেতা প্রাথী ইতি মধ্যে ভীন রাজ্যে ২৫ জন আশ্রয় নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here