প্রাচীন আলম বাবার মেলা দুবরাজপুরে।

0
643

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- প্রতি বছরের মতো এ বছরও বাংলা আষাঢ় মাসের শেষ শুক্রবার বসে আলম বাবার মেলা। বীরভূম জেলার দুবরাজপুর রেল স্টেশন থেকে ২ কিলোমিটার দূরে রেল লাইনের ধারে অবস্থিত আলম বাবার মাজার। মূলত ঊরস উৎসব উপলক্ষেই রেল লাইনের ধারে বসে এই একদিনের মেলা। এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। মাজার শরিফে ফাতেহা করে দোওয়া প্রার্থনা করেন এবং সিন্নি ও চাদর চড়ান ভক্তরা। আলম বাবার মেলা প্রতিবছর বাংলা আষাঢ় মাসের শেষ শুক্রবার বসে। এই মেলার সঙ্গে জড়িয়ে আছে বহু ইতিহাস। তাছাড়াও এই মেলা উপলক্ষে একদিনের জন্য প্রতিটি ট্রেন এখানে দাঁড়ায়। কারণ দূর দূরান্ত থেকে ভক্তরা ট্রেনে করে আসেন এবং মেলা দেখে আবার ট্রেনে করেই বাড়ি ফিরে যান। পাশাপাশি সারারাত ধরে চলে বাউল ও ফকিরী গানের আসর। একদিনের এই মেলায় মানুষজন আসতে পেরে স্বভাবতই খুশি। এ বিষয়ে আলম বাবার মাজার শরিফের খাদিম মহম্মদ পীরু শাহ জানান, জাঁকজমক ভাবে হচ্ছে এই মেলা। আনুমানিক ৭০০ বছর প্রাচীন এই মেলা। অগণিত মানুষ এখানে আসেন আলম বাবার মাজারে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দুবরাজপুর থানার পুলিশ, জিআরপি এবং আরপিএফ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, এই মেলা বহু প্রাচীন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষজন আলম বাবার মাজারে আসেন সিন্নি ও চাদর চাপাতে। এই মেলা সুষ্ঠুভাবে হোক এটাই প্রার্থনা করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here