তৃণমূল- CPI(M)র সংঘর্ষে আহত একাধিক,তীব্র উত্তেজনা দাসপুরে।

0
268

দাসপুর, নিজস্ব সংবাদদাতা:- ভোট পরবর্তী হিংসায় এবার তৃণমূল সিপিআইএমের সংঘর্ষে আহত একাধিক, এমনই এক ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার গোপিগঞ্জ এলাকায়। ভোট পরবর্তী হিংসায় তৃণমূল ও সিপিএমের মধ্যে তুমুল সংঘর্ষ, দাসপুর ২ নম্বর ব্লকের গোপিগঞ্জ এলাকায় শনিবার রাতে তৃণমূল ও সিপিএমের মধ্যে তুমুল সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত, আহতদের রাতেই ঘাটাল মহকুমা হাসপাতাল ও সোনাখালি গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ গোপিগঞ্জ এলাকায় সিপিএম পরাজিত হয়েছে আর সেই রাগেই তারা আমাদের কর্মীদের মারধর করছে। অপর দিকে সিপিআইএমের অভিযোগ তৃণমূলের কর্মী সমর্থকরা প্রথম থেকেই সন্ত্রাস করে আসছে, ভোটের আগে এবং ভোটের পরে তারই ফল আজকের এই গন্ডগোল। তবে এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাপা উত্তেজনারা রয়েছে গোটা এলাকা জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here