নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল পাঁচটি পরিবার। ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের সান্থাল লাইন ও মিশন লাইনে শনিবার গভীর রাতে একটি দাঁতাল হাতি তাণ্ডব চালায় বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট চা বাগানের ওই দুটি লাইনের পৃথক ৫ টি পরিবারের ঘরের বেড়া ভেঙে দেয় হাতিটি। শুধু তাই নয়, ঘরে মজুত রাখা চাল আটা সাবার করে দেয় হাতিটি। স্থানীয়রা জানান, একটি বিশাল দাঁতাল হাতি প্রথমে তাসাটি চা বাগানের মিশন লাইনে তান্ডব চালায় তারপর সান্থাল লাইনে হানা দেয়। এদিকে গভীর রাতে আচমকাই হামলা চালায় ওই হাতিটি। প্রায় ঘণ্টাখানেক তাণ্ডব চালিয়ে অন্ধকারে মিলিয়ে যায় সে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। সরকারি সহযোগিতার আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। পাশাপাশি হাতির হামলা থেকে বাঁচার সুনির্দিষ্ট কোনও ব্যবস্থা করারও আর্জি জানিয়েছেন তাঁরা।