নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ফুলিয়া তাহেরপুর রোডে ফুলিয়া কলোনী এলাকায় রাস্তায় কালভার্টের কাজের জন্য প্রায় এক মাস ধরে বন্ধ রাস্তা। যার ফলে গ্রামের মধ্যে দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় রাস্তা। গ্রামের ভিতর দিয়ে ভারী যানবাহন চলায় ফেটে যায় জলের লাইনের পাইব। পাইপলাইন ফেটে যাওয়ায় রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে জল যার ফলে বেহাল হয়ে পড়ে রাস্তা। তারই প্রতিবাদে প্রায় দুই ঘন্টা ধরে রাস্তার উপর বাঁশ ফেলে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বেশ কয়েকটি দফতরে জানিয়েও সূরা মেলেনি তারই প্রতিবাদে আজ অবরোধ করেন তারা।