মালদা নালাগোলা রাজ্য সড়ক উপরে আগুন জালিয়ে অবরোধ করে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—মালদাহের বামনগোলা ব্লকের মদনাবতি অঞ্চলের কন্যা দীঘি ১৯ নম্বর বুথে বিজেপি করায় খুন বাবা বুরাণ মূমূ। অভিযুক্ত ছেলে তৃনমুল কংগ্রেসের কর্মী বিপ্লব মূমূ হাতে বাবা খুন এমনি অভিযোগ এলাকাবাসীর। গ্রামবাসী তরফ থেকে গতকাল মৃত্যুদেহ আটকে বিক্ষোভ দেখতে থাকে এলাকাবাসী অভিযোগ তার ছেলে বিপ্লব মূর্মূ ও তার স্ত্রী শর্মীলা মার্ডিকে গ্রেফতার করতে হবে এমনটাই দাবি।জানা গিয়েছে মৃত্য বুরান মুর্মু বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত।বুরান মূমূ পুত্রবধূ শর্মিলা মার্ডী তৃণমূলের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের ১৯ নম্বর বুথের প্রার্থী ছিল। বুরাণ মূমূ ছেলে বিপ্লব মূমূ স্ত্রী শর্মিলা মার্ডী ভোটে হেরে গিয়েছে বলেই বাবা বুরান মূমূ কে খুন করা হয়েছে ছেলে ও পুত্রবধূ বিরুদ্ধে অভিযোগ তুলে বিজেপি তরফে অভিযোগ করা হয়।আজ বিজেপির তরফে বামনগোলা থানার নালাগোলা পুলিশ ফাঁড়ি সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপির উত্তর মালদার সংসদ খগেন মুর্মু উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত ও জেলার সাধারণ সম্পাদক প্রতাপ সিং সহ বিজেপির কর্মীরা।সোমবার সকাল থেকেই নালাগোলা পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান বিক্ষোভ করতে থাকে।তাদের দাবি বেশ কয়জনের নামে এফায়ার করা হয়েছে তাদের ধরতে হবে।নয়লে অবস্থান বিক্ষোভ করতে থাকবেন।দুই জনকে গ্রফতার করা হলেও বাকিদের গ্রেফতার করতে হবে। তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে নইলে অবস্থান বিক্ষোভ চলবে এমন সময় হঠাৎ করে বিক্ষোভ চরম আকার নিতে থাকে। অন্যদিকে মালদা নালাগোলা রাজ্য সড়ক উপরে আগুন জালিয়ে অবরোধ করে। ভাঙচুর করা হয় নালাগোলা পুলিশ ফাঁড়ি, হঠাৎ সে সময় এক যুবক বিজেপির বিক্ষোভ মিছিলের ভিডিও করতে থাকে হঠাৎই বিজেপি কর্মীরা দেখতে পেয়ে তাকে আটকানোর চেষ্টা করলে ওই যুবক গিয়ে থানার মধ্যে ঢুকে পড়ে সে সময় চরম আকা নিয়ে নাই ফাঁড়ির ভেতরে ভাঙচুর করা হয়। বিজেপি তরফে অভিযোগ ওই যুবক তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলো বিজেপির বিক্ষোভ মিছিলে কে কে উপস্থিত ছিলেন তা দেখতে আসেন।

অভিযুক্ত বিপ্লব মুর্মু পলাতক পুত্রবধূ শর্মিলা মাড়ডীকে পুলিশ আটক করেছে। বামনগোলা বিজেপির জেলা পরিষদের প্রার্থী ছিলেন এবারে নির্বাচনে বীনা সরকার কীর্তনীয়া বলেন কোথায় প্রশাসন কিভাবে থাকবে বিজেপি কর্মীরা বাঁচবো কি করে এই নিয়ে পুলিশের পা ধরে তাদের বাঁচার জন্য আবেদন করতে থাকে।ঘটনাস্থলে রয়েছে কেন্দ্র বাহিনী রাজ্য পুলিশ। বিজেপি তরফ থেকে অভিযোগ তৃণমূলের তরফে এই খুন এই এলাকায় বিজেপি প্রার্থী জয়ী হয়েছে বলে বিপ্লব মুর্মু ও তার স্ত্রী শর্মীলা মার্ডী তৃণমূল কংগ্রেসের মদতে খুন করা হয়েছে বলে অভিযোগ।এবিষে এখন পর্যন্ত তৃণমূলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।অবশ্যই প্রশাসনের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হলে বিক্ষোভ থেকে সরে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *