একুশে জুলাই কর্মসূচিকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে দেওয়াল লিখন এবং কর্মসূচি।

0
11

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- প্রতিবছরের মতো এবছরও কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হবে একুশে জুলাই শহীদ দিবস। একুশে জুলাই কর্মসূচিকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে দেওয়াল লিখন এবং কর্মসূচি। সেই মর্মে আজ বর্ধমান এক নম্বর ব্লকের রায়ান এক অঞ্চলের মালিরবাগান এলাকায় সভার আয়োজন করা হয়। এই সভার মূল উদ্দেশ্য হলো একুশে জুলাই কে সাফল্যমণ্ডিত করে তোলা। আজ সভায় উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকুলি তা গুপ্ত , বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবনারায়ন গুহ সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য বলেন, প্রতিবছর একুশে জুলাই শহীদ তর্পণে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দি। এ বছর প্রচুর সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী বর্ধমান এক নম্বর ব্লকের যারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা প্রতিবছর একুশে জুলাই কর্মসূচিকে সামনে রেখে আমাদের বর্ধমান এক নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় দেয়াল লিখন এবং কর্মসূচি করে থাকি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here