দরিদ্র মানুষের সত‍্যিকারের বন্ধুর ভূমিকা নিলেন বীরভূম জেলার সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া।

0
1529

সদাইপুর, সেখ ওলি মহম্মদঃ-পুলিশের মানবিক মুখ দেখা গেলো আবার। দরিদ্র মানুষের সত‍্যিকারের বন্ধুর ভূমিকা নিলেন বীরভূম জেলার সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া। এদিন তিনি এক আদিবাসী যুবকের হাতে ফুটবল খেলার নানান সামগ্রী তুলে দেন। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম নিরঞ্জন মুর্মু। তাঁর বাড়ি সদাইপুর থানার নিধিরামপুর গ্রামে। নিরঞ্জন মুর্মুর পরিবার খুব দরিদ্র এবং তাঁদের আর্থিক অবস্থাও খারাপ। সে খুব ভালো ফুটবল খেলে। জেলা ও রাজ্য স্তরে ফুটবল খেলায় অংশগ্রহণও করেছে। ভালো ফুটবল খেললেও পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা। তাঁর কাছে খেলার জন্য কোনো সরঞ্জাম ছিল না। যেমন ফুটবল, জুতো, জার্সি, প্যান্ট সহ অন্যান্য সামগ্রী। তাই সদাইপুর থানার ওসির দ্বারস্থ হয় ঐ আদিবাসী যুবক নিরঞ্জন মুর্মু। তাই আজ সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া তাঁকে থানায় ডেকে পাঠান। তারপর ঐ যুবককে ফুটবল খেলার নানান সামগ্রী তুলে দেন ওসি মিকাইল মিয়া। এক কথায় বলা যায়, খেলার সাথী হলেন পুলিশ। স্বভাবতই খেলার সামগ্রী পেয়ে খুশি আদিবাসী যুবক নিরঞ্জন মুর্মু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here