পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দু’নম্বর ব্লকের হাট গোবিন্দপুর এমসি হাইস্কুলে পালিত হলো বনমহোৎসব ২০২৩।

0
206

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- যত দিন যাচ্ছে গ্রীষ্মের তীব্র দাবদাহ বাড়ছে আমাদের শহরে এবং আমাদের দেশে। একটু ছায়ার সন্ধানে প্রায় সমস্ত মানবজাতি ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। কিন্তুগাছ কেটে তৈরি করা হচ্ছে কংক্রিটের জঞ্জাল। তাই যত দিন যাচ্ছে তাপমাত্রা বাড়তে থাকছে। তাই বৃক্ষরোপণ কর্মসূচি কে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দু’নম্বর ব্লকের হাট গোবিন্দপুর এমসি হাইস্কুলে পালিত হলো বনমহোৎসব ২০২৩। এবছর বনমহোৎসবের ট্যাগলাইন হলো অটুট থাকুক প্রাণের স্পন্দন শান্ত পৃথিবীকে সবুজ অভিনন্দন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের বিদায়ী সহকারি সভাধিপতি দেবু টুডু, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার নিশা গোস্বামী সহ প্রশাসনিক আধিকারিক বৃন্দ। রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় পালিত হলো বনমহোৎসব। আজ প্রায় ২লক্ষ গাছ আমরা এখান থেকে বিতরণ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যত দিন যাচ্ছে গ্রীষ্মের তীব্র দাবদহ বাড়ছে তাই গাছ লাগান নিয়ে কতটা জরুরি তা আমরা সবাই জানি। একটি গাছ একটি প্রাণ এই ট্যাগ লাইনের কথা আমরা সবাই বিশ্বাস করলে অনেক সময় বিরত হয়ে থাকি তাই গোটা পৃথিবীকে সবুজায়ন করতে আমাদের এই উদ্যোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here