বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কমিউনিটি হলে ন্যাশনাল কমিশন ফর ওমেন ও ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির সহযোগিতায় এবং বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।

0
824

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ-আমরা কোনো সমস্যার সম্মুখীন হলে পাড়ার লোকজন, থানায় বা কোর্টে যায়। তবুও আমরা নানান বিষয় থেকে অজানা থাকি। তাই সাধারন মানুষের পাশে এবার ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি। আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কমিউনিটি হলে ন্যাশনাল কমিশন ফর ওমেন ও ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির সহযোগিতায় এবং বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা। দুবরাজপুর ব্লক ও শহর এলাকার নারীরা কিভাবে এবং কোথায় গেলে বিনামূল্যে আইনি সহায়তা পাবেন তা বিস্তারিত ভাবে জানান বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব মহম্মদ রুকনুদ্দিন। পাশাপাশি যে সমস্ত নারীরা এই আইনি সচেতনতা শিবিরে এসেছিলেন তাঁরা তাঁদের অভাব অভিযোগ তুলে ধরেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব মহম্মদ রুকনুদ্দিনের সামনে। তিনি তাঁদের সমস্যা শোনার পর অন-দ্য-ষ্পট সমাধান করেন। পাশাপাশি যেসব অভিযোগ সমাধান করা যায়নি তা অথরিটির অফিস মারফৎ সমস্যা সমাধান করার কথাও জানান। এই শিবিরে এদিন উপস্থিত ছিলেন এডিজে ফার্স্ট ট্র্যাক কোর্ট দুবরাজপুর দীপালি শ্রীবাস্তব, বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব মহম্মদ রুকনুদ্দিন, সিভিল জজ জুনিয়র ডিভিসন দুবরাজপুর কোর্ট আরিফ আহমেদ, দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক, সুপ্রীম কোর্টের আইনজীবী মহম্মদ নিয়াজ উদ্দিন, শান্তিনিকেতন বেঙ্গল ল’কলেজের এসিস্ট্যান্ট প্রফেসর স্মৃতিলেখা গাঙ্গুলী, দুবরাজপুর থানার এ.এস.আই বিপ্লব সিং সহ পার্শ্ব আইনি সহায়করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here