ভোট মিটে গেলেও কেন বিদ্যালয়ের ভোট কেন্দ্রের পাশের জঙ্গলে পড়ে রয়েছে ব্যালট পেপার।

0
292

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- জঙ্গলে পড়ে রয়েছে কয়েকশ ব্যালট পেপার,যা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির অভিযোগ, ওই ব্যালট পেপার গুলি তাদের সিম্বলের। ভোট মিটে গেলেও কেন বিদ্যালয়ের ভোট কেন্দ্রের পাশের জঙ্গলে এইভাবে পড়ে রয়েছে ব্যালট পেপার। যদিও প্রশাসনের দিকে অভিযোগের তীর ছুড়ছে বিজেপি। ঘটনাটি নদীয়ার রানাঘাট দু নম্বর ব্লকের ধানতলা থানার নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের। ওই বিদ্যালয়ের বুথ নম্বর ৫৬/ ১ বিজেপির বেশ কয়েকজন কর্মী দেখতে পায় পাশের জঙ্গলে পড়ে রয়েছে বিজেপির সিম্বল দেওয়া একাধিক ব্যালট পেপার। চোখ ঘোরাতেই তাদের নজরে পরে কয়েকশ ব্যালট পেপার ছেড়া ও পোড়া অবস্থায় পড়ে রয়েছে। যদিও খবর দেওয়া হয় ধানতলা থানার পুলিশকে, ঘটনাস্থলে তদন্তে আসে ধানতলা থানার পুলিশ এরপরে শুরু হয় রাজনৈতিক চাঞ্চল্য। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের দিন যেভাবে ছাপ্পা মেরেছে তৃণমূল এছাড়াও লুটপাট করা হয়েছে ব্যালটবক্স, সবটাই মদদ দিয়েছে পুলিশ প্রশাসন, তাই এর দায় প্রশাসনকেই নিতে হবে। যদিও এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, ঘটনা জানতে পেরে তারাও এসে দেখেন সই করা অবস্থায় ব্যালট পেপারগুলি পড়ে রয়েছে। তবে আদৌ কি ওই ভোটকেন্দ্রের ব্যালট পেপার, নাকি অন্য জায়গা থেকে ব্যালট পেপার গুলি এখানে নিয়ে আসা হয়েছে। এই নিয়ে প্রশাসনকে হস্তক্ষেপ করা উচিত। প্রশাসন তদন্ত করে দেখুক এই ঘটনা পিছনে কি চক্রান্ত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here