রাজ্যসভার সাংসদ হওয়ার পর মঙ্গলবার কোচবিহারে এসে পৌঁছোলেন নগেন্দ্র রায়।

0
326

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিন ধরে আলাদ রাজ্যের দাবি নিয়ে সরব ছিলেন অনন্ত মহারাজ তথা বর্তমান রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায়। সেই অনন্ত মহারাজ বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ হওয়ার পর কোচবিহারের উন্নয়ন ও আলাদা রাজ্যের যে দাবি ছিল সেই দাবি নিয়ে কিছুটা ধোঁয়াশা রাখলেন অনন্ত মহারাজ। রাজ্যসভার সাংসদ হওয়ার পর মঙ্গলবার কোচবিহারে এসে পৌঁছোলেন নগেন্দ্র রায়। সেখানে জেলা বিজেপির পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। সেই সঙ্গে দি গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশনের নারায়ণী সেনারাও উপস্থিত ছিলেন। তাঁরা স্টেশন থেকে ব্যারিকেড করে নগেন্দ্রকে নিয়ে আসেন। ফুলমালা দিয়ে গ্রেটারের তরফেও তাঁকে স্বাগত জানানো হয়।

তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যসভায় সাংসদ হওয়ার পর খুব ভালো লাগছে। আমি ভারতীয় জনতা পার্টিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি তাঁকে সাংসদ করায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

পাশাপাশি পৃথক রাজ্যের বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন,পার্লামেন্টের উচ্চ কক্ষে বা রাজ্যসভায় বলবো। আমি যা বলবো তা বিস্তারিত আপনারা শুনতে পাবেন। আমার প্রথম কাজ হবে বিকাশ করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here