নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রূতগতিতে বেড়ে চলেছে।
ডেঙ্গু প্রতিরোধে ও প্রশাসনিক অপদার্থতার প্রতিবাদে আর এস পি রানাঘাট লোকাল কমিটির উদ্যোগে আজ রানাঘাট পৌরসভায় বিক্ষোভ ও পাঁচ দফা দাবি সম্বলিত ডেপুটেশন দেয়া হয়। চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভাইস-চেয়ারম্যান শ্রী আনন্দ দে ডেপুটেশন টি গ্ৰহন করেন।
ডেপুটেশনে সমস্ত ড্রেন, বাজার গুলির আবর্জনা, জঙ্গল, প্লাস্টিক নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করা
সহ পৌরসভার উদ্যোগে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও ফিভার ক্লিনিক চালু করার দাবি জানান হয়।
পৌরসভা গেটে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সুবীর ভৌমিক, সুবোধ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।