রানাঘাট মহকুমা হাসপাতালে যেমন রুগী ভর্তি হয়েছে পাশাপাশি নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালে রুগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

0
364

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  রানাঘাটে ডেঙ্গি পরিস্থতি জটিল হতে শুরু করেছে। রানাঘাট মহুকুমা হাসপতালে ভর্তি হচ্ছে মহিলা ও পুরুষ রুগী। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ডেঙ্গি তে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন প্রায় ৩৯৫ জন। জুন মাসে রুগীর সংখ্যা ছিল ২৩০জন। জুন মাসে রানাঘাট পুরসভার এলাকায় ৬৮জন ভর্তি হয়েছিল। এই বছর বর্ষার শুরু থেকেই রানাঘাট শহর ও তার পার্শবর্তী অঞ্চলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। খুব অল্প সময়ের মধ্যে ডেঙ্গির আক্রমণে নাজেহাল অবস্থা রানাঘাটবাসীর। যেভাবে ডেঙ্গি আক্রান্ত হয়েছে সেখানে শুধু রানাঘাট মহকুমা হাসপাতাল নয় অনেকে ভর্তি হয়েছে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে। রানাঘাট মহকুমা হাসপাতালে যেমন রুগী ভর্তি হয়েছে পাশাপাশি নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালে রুগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পৌরসভা সূত্রে জানা গিয়েছে দীর্ঘ দিন ধরে বিএসএনএল অফিসের বাইরে ফেলে দেওয়া দীর্ঘ দিন ধরে জমে রয়েছে জঞ্জাল সেখানে ডেঙ্গির আতুরঘর তৈরি হয়েছে। আবার রানাঘাটের বাসিন্দা মনে করছে ড্রেনে মাটি জমে পরিষ্কার না হওয়াতে মশার লার্ভা তৈরি হয়েছে আর তাতেই এই ডেঙ্গির বার বাড়ন্ত। তবে ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে সমীক্ষা ও সচেতনা কাজ শুরু হয়েছে। অন্যদিকে ডেঙ্গু ধরা পরেছে নদীয়া চাঁদুড়িয়া এক নম্বর জিপির মনসাপোতা ৯১/১১ নম্বর ওয়ার্ডে। সেখানে প্রীতি মন্ডল নামে এক বাসিন্দাডেঙ্গু তে আক্রান্ত হয়েছে। খবর শুনে ঐ এলাকার আশাকর্মী সহ গ্রাম সেবকেরা যান।জঙ্গল পরিস্কার সহ ডেঙ্গু জীবাণুনাশকের স্প্রে করা হয় ঐ এলাকায়।অনুরোধ করা হয় সব এলাকাতে ডেঙ্গু জীবাণুনাশক স্প্রে করার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here