প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: সাঁকরাইল ব্লকের ছড়িয়েছে কনজেক্টিভাইটিস রোগের সংক্রমণ। সাঁকরাইল ব্লকের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে কনজেক্টিভাইটিস রোগের সংক্রমণ। বড় থেকে ছোট সবারই হচ্ছে এই রোগ মূলত চোখ লাল হয়ে যাওয়া এবং চোখ করকর করা এই রোগের উপলক্ষ সাধারণভাবে সূর্যের আলো পেলে চোখ জ্বালা করে তাই চশমা ব্যবহার করতে হয় এই রোগে রোগীদের। এই রোগের শিশুদের পাশা পাশি আক্রান্ত হচ্ছেন বড়োরাও । স্কুলের ছাত্ররা এই রেগে আক্রান্ত হলে তাদের স্কুলে না এসে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ । ইস্কুলে বেশ কয়েকদিন ছুটি গেল ভোট ও আনুষাঙ্গিক পাল পার্বণ থাকায়। সত্যি খুবই অসুবিধায় পড়ছেন শিক্ষকরা কিভাবে সিলেবাস শেষ করবে ভেবে পারছেন না । এই রোগে আক্রান্ত ছাত্রছাত্রীরা স্কুলে এলে একে অপরের ছড়িয়ে যাওয়ার ভয় থাকে সাধারণত, তাই স্কুলে না আসার পরামর্শ দিচ্ছেন শিক্ষকরা। গত এক সপ্তাহ যাবত এই রোগের আক্রান্ত বেড়েছে। বুধবার এই প্রসঙ্গে সাঁকরাইল আন্দুলের নিউ আন্দুল হায়ার ক্লাস স্কুলের প্রধান শিক্ষক বললেন ছাত্রদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও এই রোগের সম্পর্কে সচেতন বার্তা দেয়া হবে স্কুলের পক্ষ থেকে। একেতো সময়ের অভাব তার উপরে আবার অধিকাংশ জায়গায় ভোটের ফলাফল এখন ঝুলে রয়েছে এই পরিস্থিতিতে রোগের প্রকোপে পড়ার সময় অতিবাহিত হচ্ছে। কিভাবে সিলেবাস শেষ হবে সে বিষয়ে চিন্তিত শিক্ষক মহল।