দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সারা দেশ জুড়েই থ্যালাসিমিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে।। বিভিন্ন অজ্ঞানতার কারণেই এই থ্যালাসিমিয়া রোগের পাদুরভাব দেখা দিয়েছে। তাই স্কুলের ছাত্র-ছাত্রীদের সচেতন করবার মাধ্যমে রোগীর সংখ্যা অনেকটাই কমিয়ে আনা যায়। সেই লক্ষ্যেই দক্ষিণ দিনাজপুর জেলা থ্যালাসেমিয়া ইউনিটের উদ্যোগে এবং পথের দিশা ফাউন্ডেশন ও FIBDO, র ব্যবস্থাপনায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ZMRM হাই স্কুলে বুধবার একটি থ্যালাসেমিয়া নির্ণয় শিবির এবং সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে স্কুলের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এই শিবির ঘিরে উপস্থিত ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
বাইট বিনা সাহা কাউন্সিলর থ্যালাসিমিয়া ইউনিট
গার্গী বিশ্বাস সদস্য পথের দিশা ফাউন্ডেশন