নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- বিশ্ব উষ্ণায়নের ফলে সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন উপর ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এর থেকে পৃথিবীকে একমাত্র বাচাঁতে পারে ব্যাপকভাবে বৃক্ষরোপণ। আর সেই কথাকে মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের উদ্যোগে জেলায় বনমহোৎসব কর্মসূচি সাড়ম্বরে পালিত হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ ছাতনার শুশুনিয়া বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে গাছ লাগালেন বাঁকুড়া এডিএফও দূগাকান্ত ঝাঁ ও ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক এশা বোস। আগামী দিনে বনভুমির পাশাপাশি রাস্তা ঘাট, স্কুল কলেজ, হাসপাতাল সহ সর্বত্র যত বেশি সংখ্যক গাছ লাগানো যায় তা লাগানো হবে বনদপ্তরের উদ্যোগে। টার্গেট রাখা হয়েছে একদিনে ২৫ লক্ষ গাছ লাগানো হবে। অরণ্য সপ্তাহের বনমহোৎসবের কর্মযজ্ঞে শুশুনিয়া বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে লাগানো হল চারা গাছ। বৃক্ষ রোপনের কাজে সামিল হতে পেরে ছাত্র-ছাত্রীরা যথেষ্ট খুশি। বাঁকুড়ার ছাতনার শুশুনিয়ায় একদম পাহাড়ের কোলে অবস্থান করছে এই কলেজ। মনোরম পরিবেশে গাছ লাগিয়ে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের রোধে সামিল হল জেলা বাঁকুড়া।
ছাতনা ব্লক জুড়ে চলছে গাছ লাগানোর কর্মসূচি। পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ এবং বনমহোৎসব। এ বিষয়ে ছাতনা বনদপ্তর এর রেঞ্জ আধিকারিক এশা বোস জানান যে লক্ষ্য নেয়া হয়েছিল ২৫ লাখ গাছ লাগানোর। বনাঞ্চল এবং বনাঞ্চল ছাড়া বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের নিয়ে এবং বনদপ্তরের তরফ থেকে এদিন গাছ লাগানো হয়েছে। এদিন ছাত্র-ছাত্রীদের নিয়ে চলে বৃক্ষরোপণ কর্মসূচি। বনদপ্তর থেকে ছাত্র-ছাত্রীদের আলাদা করে দেয়া হয় বৃক্ষ চারা, যে চারা তারা নিজেদের বাড়িতেও লাগাতে পারে।
বনদপ্তরের সহায়তায় গোটা বাঁকুড়া জেলা জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাত ধরে এখনো পর্যন্ত একটি বড় সংখ্যক বৃক্ষ চারা রোপন করা হয়েছে। অরণ্য সপ্তাহ বাকি রয়েছে আর দুদিন। তার আগেই লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে 25 লক্ষ বৃক্ষরোপণ করার।