হাওড়া স্টেশন এতদিন সিলভার স্টেশন ছিল, বুধবার থেকে এই স্টেশনকে গোল্ডেন স্টেশনের আখ্যা দেওয়া হল।

0
1744

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: – গোল্ডেন স্টেশনের শিরোপা পেল হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের  নিউ কমপ্লেক্সে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল ।  পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের উপস্থিতিতে এই শিরোপা দেওয়া হল হাওড়া স্টেশনকে। তাঁর হাতে তুলে দেওয়া হল  সোনার স্মারক। মূলত হাওড়া স্টেশন এতদিন সিলভার স্টেশন ছিল। বুধবার থেকে এই স্টেশনকে গোল্ডেন স্টেশনের আখ্যা দেওয়া হল।
আইজিবিসি বিল্ডিং, পরিবেশের উপর রেটিং করে। সেই পরিবেশের দিক দিয়ে হাওড়া স্টেশনকে গোল্ডেন স্টেশনের আখ্যা দেওয়া হল। উল্লেখ্য সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে রূপ বদলেছে হাওড়া স্টেশনের। এই অনুষ্ঠানে নতুন ডিআরএম নিযুক্ত হলেন সঞ্জীব কুমার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেল আধিকারিক মনীষ জৈন। প্রধান অতিথি ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এ পি দীবেদী। এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। হাওড়া স্টেশনে গৌরবের নতুন পালক যুক্ত হওয়ায় উচ্চশিত সমস্ত কর্মীবৃন্দরা।
  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here