একজন মুমূর্ষ রোগীর জন্য এ নেগেটিভ রক্তের খুব প্রয়োজন, সেই পোস্ট দেখেই একশো কিলোমিটারের ও বেশি পথ পার হয়ে জলপাইগুড়িতে এলো এক যুবক।

0
228

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সামাজিক মাধ্যমে পোস্ট দেখেই শতাধিক কিলোমিটার বাসে চেপে জলপাইগুড়িতে আসে কোচবিহার জেলার এক যুবক ।নাম চন্দন মদক। সামাজিক মাধ্যমে সে পোস্ট দেখেছিল , একজন মুমূর্ষ রোগীর জন্য এ নেগেটিভ রক্তের খুব প্রয়োজন ।সেই পোস্ট দেখেই সে জলপাইগুড়ির দিকে ছুটে আসে একশো কিলোমিটার অতিক্রম করে। জলপাইগুড়ি সদর হসপিটালের ব্লাড ব্যাংকে এসে পৌঁছায়ে রোগীর জন্য রক্ত দেয়।। এখানে এসে এ নেগেটিভ রক্ত ব্লাড ব্যাংকে প্রদান করেন।এ নেগেটিভ রক্ত খুব কম ই পাওয়া যায়। এই ধরনের রেয়ার রক্তের খোঁজ খুব কম মিলে তাই এই যুবক এ নেগেটিভ রক্তের প্রয়োজন শুনেই নিজের রক্ত দিতে ছুটে আসে জলপাইগুড়িতে। এবং সেই মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচানোর চেষ্টা করে। এই কাজে যথেষ্ট সহযোগিতা করেছিলেন জলপাইগুড়ি ব্রাক ব্যাংকের কর্মীরা সাথে সহযোগিতা করেছিলেন গ্রীন ভ্যালি স্বেচ্ছাসেবী সংগঠন। চন্দনের সাথে যোগাযোগ করেই সেই মুহূর্তে রোগের জন্য রক্ত দেবার আবেদন করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here