কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির টিকিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পর প্রথমবার কোচবিহারের কুলদেবতা মদনমোহন বাড়িতে পুজো দিলেন রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। এদিন তিনি কোচবিহার মদনমোহন বাড়িতে এসে প্রথমে চণ্ডী,কালী দেবীর পুজো দেন,পরে মদনমোহন দেবের পুজো দেন।
জানা গেছে,আজ মদনমোহন বাড়িতে পুজো দিয়ে রাজ্য বাসীর মঙ্গল কামনা করেন। এবং জেলার বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলবেন এবং তাদের বিকাশের জন্য কাজ করবেন বলে জানান বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ।
এদিন মদনমোহন বাড়িতে পুজো দেওয়ার পর রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ বলেন, রাজ্য সভায় সাংসদ হওয়ার পর আজ মদন মোহন বাড়িতে মা চণ্ডী, কালী ও মদনমোহন দেবের পুজো দিলাম। পুজো দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করলাম। যাতে রাজ্যের মানুষ ভালো থাকে, সুস্থ থাকে এই কামনা করলাম।
পাশাপাশি তিনি আরও বলেন, রাজ্য সভায় সাংসদ হওয়ার পর আমি সাধারণ মানুষের কাছে যাবো। তাদের সাথে কথা বলবো এবং তাদের সমস্যার কথা রাজ্যসভায় তুলে ধরার চেষ্টা করবো এবং মানুষের বিকাশের জন্য কাজ করবো বলে জানান তিনি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পৃথক রাজ্যের দাবি করে আসা স্বঘোষিত মহারাজ অনন্ত রায় তাকে বিজেপির রাজ্যসভার সাংসদ করে বিজেপি। সেই অনুযায়ী মনোনয়ন পত্র জমাদেন কোচবিহার স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে নগেন্দ্র রায়। তার বিরুদ্ধে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন নগেন্দ্র রায়। তারপর রাজ্যসভার সাংসদ হওয়ার পর গত মঙ্গলবার কোচবিহারে আসেন মহারাজ তথা রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায়। তারপর আজ তিনি কোচবিহার মদনমোহন মন্দিরে এসে রাজ্য বাসীর মঙ্গল কামনা করে পুজো দেন বলে জানা গিয়েছে।