বিজেপি যখন দেখলো ২৪ এর লোকসভা ভোটের আগে ২৬ টি দল একত্রে হয়ে লড়াই করছে তখন অন্য প্রসঙ্গ টেনে মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করছে : মহম্মদ সেলিম।

0
218

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত ভোটের আগে থেকে রাজ্য জুড়ে বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে আক্রান্ত হয়েছে তৃণমূলের হাতে। সেই মৃত্যু বা আক্রান্ত নিয়ে বিজেপিকে একটি কথাও বলতে দেখি নি।যখনই বিজেপি বিরোধী সমস্ত দল এক জোট হয়ে আগামী ২৪ সালে লোকসভায় বিজেপির বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয় তখনই তাদের মাথা ব্যাথা শুরু হয়।

সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, বিজেপি যখন দেখলো ২৪ এর লোকসভা ভোটের আগে ২৬ টি দল একত্রে হয়ে লড়াই করছে। তখন অন্য প্রসঙ্গ টেনে মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এতো আমাদের গুলো কর্মী মার খেল তার জন্য কোন উদ্বেগ দেখা গেলো না। এই যে এতজন শহীদ হলো তারজন্য কোন উদ্বেগ দেখা গেলো না,এত জন মানুষ ভোট দিতে পারল না তার জন্য এদের কোন উদ্বেগ দেখা নেই। ১০ বছর ধরে মিথ্যা মামলা, জেল, জরিমানা, উৎখাত, এখান থেকে পালিয়ে যেতে হচ্ছে আসামে, নদী পেরিয়ে যেতে হচ্ছে। তাদের জন্য এদের উদ্বেগ নেই। তাদের উদ্বেগ সবাই এক টেবিলে বসলো কেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here