রক্তের ঘাটতি মেটাতে বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনলজি এবং দুবরাজপুর নার্সিং এণ্ড মেডিক্যাল রিসার্চ ইন্সটিটিউট এর পড়ুয়ারা ১০০ ইউনিট রক্তদান করল ।

0
1109

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- রক্ত দান জীবন দান। অর্থাৎ এক ইউনিট রক্ত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে মুমূর্ষু রোগীকে। রক্তের যোগান অব্যাহত রাখতে মাঝেমধ্যেই বিভিন্ন সংস্থা বা ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিশেষত গরমকালে এই ধরনের শিবির বেশি আয়োজিত হয়। কারণ এই সময় রক্তের চাহিদা কিছুটা বেশিই থাকে। তবে জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে এই সময়ে রক্তের সমস্যা তুঙ্গে। তাই এবার রক্তের ঘাটতি মেটাতে এই কাজে এগিয়ে এলো বীরভূম জেলার দুবরাজপুরের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনলজি এবং দুবরাজপুর নার্সিং এণ্ড মেডিক্যাল রিসার্চ ইন্সটিটিউট। এদিন এই কলেজে শীততাপ নিয়ন্ত্রিত বাসে এবং কলেজ ক্যাম্পাসে ১০০ জন ছাত্রছাত্রী রক্তদান করেন। উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কিন্তু এরকম শিবির বেসরকারি কলেজে খুবই কম দেখা যায়। তবে আজকে রক্তদান শিবিরে ছাত্রীদের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেল। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, এই কলেজের কর্ণধার সেখ ইমদাদুল সহ কলেজের শিক্ষক-শিক্ষিকারা। পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, জেলায় রক্তের ঘাটতি মেটাতে এই কলেজের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কলেজের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here