জলের সমস‍্যা সমাধানের জন‍্য দার্জিলিং জেলা সিপিআইএম এর ডাকে গণ ডেপুটেশন।

0
105

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শিলিগুড়ি শহর বেশ কিছু দিন ধরে পানিও জল কষ্টে ধুকচ্ছেন।এই সমস‍্যা সমাধানের জন‍্য দার্জিলিং জেলা সিপিআইএম এর ডাকে গণ ডেপুটেশনে সামিল হন কর্মী সর্মথকেরা।এই কর্মসূচিতে হিলকার্ড রোডের অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে এক মিছিল করে পুরনিগম অভিযান করেন।সিপিআইএম এর এই কর্মসূচি কে কেন্দ্র করে সম্পূর্ণ পুরনিগম নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়।আন্দোলনকারীরা আন্দোলন করতে এসে পুলিশের বাধা পেয়ে উত্তেজিত হয়ে যান।উত্তেজিত সিপিআইএম এর কর্মীরা পুলিশের সাথে বাক্কা লাভে জড়িয়ে পরেন।শারকলিপি দিতে এসে পুলিশের বাধা পেয়ে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য্য রাস্তায় বসে পরেন।এক প্রশ্নের উত্তরে অশোকবাবু জানান শহরের মানুষ জল কষ্টে ভুকচ্ছেন সেই দিকে কোন নজর না দিয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি পুরনিগমের সকল কাউন্সিল সহ মেয়র পারিষদ ও মেয়র ডেপুটি মেয়র কেউ নেই অফিসে।অশোকবাবু জানান তিনি মেয়র থাকা কালিন এক দিন জল পরিসেবা ব‍্যহত হয়ছিল দেখে তাদের কি হেনস্থার সন্মুখীন হত হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here