পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- রাজ্যজুড়েই আজ বিজেপির পক্ষ থেকে বিডিও ঘেরাও গণতন্ত্র ফেরাও অভিযান গ্রহণ করা হয়েছে। সেই মর্মে বর্ধমান এক নম্বর ব্লকের বিডিও অফিস ঘেরাও অভিযান করা হয় বিজেপির ম পক্ষ থেকে। এই মিছিলের নেতৃত্ব দেন বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীর রঞ্জন সাউ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীর রঞ্জন সাউ বলেন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজ আমাদের এই কর্মসূচি ছিল আমরা শান্তিপূর্ণভাবে বর্ধমান এক নম্বর ব্লকের ডেপুটেশন দিতে এসেছিলাম কিন্তু আমরা দেখলাম বিডিও এখানে উপস্থিত নেই। কোন কাজই বিডিওকে দেখতে পাওয়া যায় না। যখন আমরা কাউন্টিং এজেন্ট হিসেবে পঞ্চায়েত নির্বাচনের জন্য কার্ড নিতে এসেছিলাম তখনো বিডিও বা পুলিশ প্রশাসনের এত কড়া ব্যবস্থা ছিল না। কিন্তু আজকে আমরা দেখলাম গোটা বিডিও অফিস চত্বর পুলিশ এবং কেন্দ্র বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে। তাহলে বিডিওরা কোথায় সক্রিয়তা দেখাচ্ছে সেটা আপনারাই বুঝুন।
Leave a Reply