শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয় এক সন্দেহভাজনকে, ঘটনায় স্বামী মানসিক সমস্যায় আছে বলে দাবি স্ত্রী’র।

0
445


পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে আটক সশস্ত্র অবস্থায় আটক হওয়া যুবকের স্ত্রীর দাবি স্বামী মানসিক সমস্যা রয়েছে এর বেশি কিছু জানিনা।জানালেন স্ত্রী পুনম বিবি, প্রসঙ্গক্রমে বলা যায় এই দিন একুশে জুলাই কর্মসূচি ছিল কলকাতায় আর তাই নিয়ে ব্যস্ত ছিল তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দল তৃণমূল। গতকাল থেকেই লক্ষ লক্ষ মানুষের ঢল নামে এই একুশে জুলাই কর্মসূচি উপলক্ষে জমায়েত হওয়ার কিন্তু এরই মধ্যে সকাল বেলায় এক যুবক মুখ্যমন্ত্রীর বাড়িতে হঠাৎ হাজির হন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করার পর দেখা যায় তার কাছ থেকে ভোজালি এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র এরই সঙ্গে বিএসএফের বিভিন্ন লোগো ও পুলিশের কার্ড। এই ঘটনায় কলকাতা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়,যদিও এই দিন মেদিনীপুরের শশুর বাড়িতে তার স্ত্রী জানালেন তার স্বামী মানসিকভাবে সমস্যায় রয়েছে এবং যেহেতু সেই ইন্টেরিয়ার কাজ করতো, তাই তার কাছে সেই ডকুমেন্টগুলো ছিল এর বেশী জানিনা।
প্রসঙ্গত, ‘পুলিশ’ লেখা কালো গাড়িতে করে মমতার বাড়ির সামনে অস্ত্রশস্ত্র নিয়ে পশ্চিম মেদিনীপুরের যুবক! কালীঘাটে ব্যাপক চাঞ্চল্য।
তৃণমূলের শহিদ দিবস ঘিরে একদিকে যখন চরম ব্যস্ততা, তার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা! শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয় এক সন্দেহভাজনকে। একটি কালো গাড়িতে ছিলেন ওই যুবক। পুলিশের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করতেই ওই যুবক অসংলগ্ন নানা কথা বলতে শুরু করেন। কিন্তু সবচেয়ে মারাত্মক বিষয় হল, ওই গাড়িতে তল্লাশি চালাতেই মেলে ছুরি, ভোজালি, মাদক এবং একাধিক ভুয়ো আই কার্ড। নিজেকে ‘পুলিশ কর্মী’ হিসেবে পরিচয় দিয়েছিলেন ওই যুবক। কিন্তু, দেখা যায় তাঁর পরিচয়পত্রটি ভুয়ো। এরপরই তাঁকে আটক করা হয় বলে খবর। জানা গিয়েছে, কালীঘাট থেকে আটক ব্যক্তির নাম শেখ নুর আমিন ( শেখ নুর আলম)। সন্দেহভাজন ওই যুবক পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here