পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিডিও অফিস চত্বরে জারি করা ১৪৪ ধারা জারির মধ্যেই পুর্ব মেদিনীপুরের তমলুকব্লকে ডেপুটেশন দেওয়ার জন্য বিজেপি কর্মীর সমর্থকেরা মিছিল করে নাইড়ুড়ি বিডিও অফিসে আসেন। হলদিয়ার সুতাহাটা বিডিও অফিসে বিজেপি কর্মী সমর্থকরা ডেপুটেশন দিতে যাওয়ার সময় বিডিও অফিস থেকে ১০০ মিটার দূরে পুলিশি বাধার মুখে পড়লেন বিজেপি কর্মী সমর্থকেরা। পরে ময়নার বিধায়ক অশোক দিন্ডা নেতৃত্বে কয়েকজন বিজেপি কর্মী সমর্থকরা বিডি ও কাছে মনোনয়নপত্র জমা দিতে যান। ডেপুটেশন দিয়ে বেরিয়ে এসে বিধায়ক অশোক দিন্ডা বলেন যে বিডিও নেতৃত্বে ভোট লুট করা হয়েছে এবং ভোটের গণনার আগের দিন তমলুকের তৃণমূল নেতা চঞ্চল খারাপ নেতৃত্বে ভায়লট বক্স চুরি করতে এসেছিল আর তাতে তৃণমূলের হার্মাদে যোগীর পুলিশ মেরেছে আর তার জন্য তমলুকের পুলিশ বিজেপির ক্যাম্প থেকে বাইক এবং বিজেপি কর্মীদের গ্রেফতার করেছে আমরা হাইকোর্টে করেছি। আমরাও ১৪ টা আসনে জিতেছি কি করে বিডিও দলদাস হয়ে কাজ করে দেখে নেব।