নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ডেঙ্গুর সেচতেন শিবির অনুষ্ঠিত হয়।চাঁদুড়িয়া এক নম্বর জিপির পঞ্চায়েত সেমিনার হলে।চাঁদুড়িয়ার দক্ষিণ থেকে মধ্য হয়ে পশ্চিম অর্থাৎ গঙ্গার দিকের ড্রেনের জমা জলে ডেঙ্গুর লাভা ভর্তি।এর আগে পঞ্চায়েতের পক্ষ থেকে গাপ্পু মাছ ছাড়া হলেও ড্রেনের বেশ কিছু জায়গায় শুকিয়ে যাওয়ায় গাপ্পু মাছ দেখা যায়নি।আজ ডেঙ্গুর সচেতন শিবির ও পরে র্যালি করা হয়। মাইকিং করে এলাকার মানুষ কে সচেতন করা হয়।জেলা জনস্বাস্থ্য বিভাগের কোঅডিনেটর বাবলু মুখার্জী,চাকদহ যুগ্ম বিডিও,প্রধান শেফালী দাস হালদার,আশাকর্মী,অঙ্গনওয়ারী,আইসিডি এস কর্মীসহ পঞ্চায়েত কর্মী, রাজীব মন্ডল ভিসিটিভিপির কর্মীরা।