এবারে মালদার ইংরেজবাজার থানার সাতটারী গ্রামে চায়ের আড্ডায় সিপিএম কংগ্রেস জোট এবং নির্দল প্রার্থী সমর্থিত কর্মীদেরবিবাদের জেরে ভাঙচুর চায়ের দোকান।

0
198

নিজস্ব সংবাদদাতা, মালদা:- ফের ভোট পরবর্তি হিংসায় উত্তপ্ত মালদা। এবারে মালদার ইংরেজবাজার থানার সাতটারী গ্রামে চায়ের আড্ডায় সিপিএম কংগ্রেস জোট এবং নির্দল প্রার্থী সমর্থিত কর্মীদের
বিবাদের জেরে ভাঙচুর চায়ের দোকান, আক্রান্ত উভয় পক্ষের দুইজন। শনিবার সকালে এই ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজ বাজার থানার সাতটারী গ্রামে। জানা গেছে নির্দল প্রার্থী সমর্থিত সামিম মিঞা নামে এক কর্মীর চায়ের দোকান রয়েছে সাতটারী বাজারে। সেখানে সিপিএম কংগ্রেস জোট কর্মী আশরাফ মোমিন সহ বেশ কয়েকজন চায়ের আড্ডা দিচ্ছিলেন। ঠিক তখনই রাজনৈতীক ব্যাপারে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি থেকে ঝামেলার রূপ ধারণ করে রাজনৈতীক বিবাদ। মুহূর্তের মধ্যেই সেই রাজনৈতীক বিবাদ বিশাল আকার ধারন করে। ধাক্কা ধাক্কি থেকে শুরু করে ভাঙচুর চালানো হয় চায়ের দোকানে। অভিযোগ উঠেছে সিপিএম কংগ্রেস জোট কর্মী আশরাফ মোমিন সহ তার দুই ভাই রাবি মোমিন ও আক্তারুল মোমিনের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবী আশরাফ মোমিনের। তার পালটা অভিযোগ সেখানে চায়ের আড্ডা দিতে গিয়ে নির্দল প্রার্থীর সমর্থিত সামিম মিঞা সহ তার পরিবারের লোকজন তার উপর হামলা চালায় এবং তাঁকে ধাক্কা মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে ঘটনস্থলে পৌঁছায় ইংরেজ বাজার থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here